নিরামিষ নোনতা কেক
উপকরণ :
· পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।
· পুরের জন্য বাঁধাকপি ১০০ গ্রাম , গাজর ১ টা কুরানো, ফ্রেঞ্চ বিন ৫০ গ্রাম, কড়াইশুঁটি আধ কাপ, ক্যাপসিকাম ১টা, ডিম ২ টো, কুচানো ধনে পাতা ২ চামচ, দুধ ১৫০মিলিলিটার, মাখন ৩০ গ্রাম, নুন ও মরিচ স্বাদমতো ও পেঁয়াজকলি আন্দাজমতো ।
প্রস্তুত প্রণালী : ময়দা, সামান্য খাবার সোডা, নুন ও ৭৫ গ্রাম মাখন দিয়ে মাখুন । ঠান্ডা পানি দিয়ে ময়দা মেখে নিন । মাখা ময়দাটা পাঁচ মিনিট ফ্রিজে রাখুন । আধ সেন্টিমিটার পুরু করে ময়দাটা বেলে নিন । একটা পেস্ট্রির বাক্সে বা চৌকো বেকিং পাত্রে মাখন লাগিয়ে বেলা ময়দাটা ছাচের জন্য সেই পাত্রের চারধারে সমান করে লাগিয়ে রাখুন । ২১০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় পেস্ট্রি সমেত পাত্র বা ছাঁচটা ওভেনে মিনিট দশেক রেখেবার করে নিন । ডিম ফেটিয়ে ভেতরের অংশটায় মাখিয়ে নিন । কড়াইশুঁটি সেদ্ধ করে পেঁয়াজকলি, বাঁধাকপি, ফ্রেঞ্চবিন এবং ক্যাপসিকাম কুচিয়ে রাখুন । পাত্রে সব সবজির সঙ্গে মাখন ও স্বাদমতো নুন-মরিচ মেখে নিন । অন্য আর একটি পাত্রে ডিম ও দুধ ফেটিয়ে রাখবেন । সবজির সঙ্গে দুধ ডিমের মিশ্রণটা মিশিয়ে পেস্ট্রির মধ্যে ঢালুন । পুরোটা আবার ২৫ মিনিট বেক করুন ।
No comments