৫ মিনিটেই মাংস রান্না
উপকরণঃ
1.
মাংস 500 গ্রাম, পেঁয়াজ 200 গ্রাম, রসুন 4 কোয়া, আদা-বাটা 1টেবিল চামচ,
2.
পরিমাণ মতো হলুদ, লঙ্কা, নুন, চিনি 1 টেবিল চামচ, টম্যাটো 250 গ্রাম,
3. দই অথবা ভিনিগার তেজপাতা 4 টি, গরম মশলা একটুখানি, 1 টেবিল
চামচ ভাল ঘি ।
টম্যাটো 250 গ্রাম,
পদ্ধতিঃ
মাংসের
সঙ্গে সব মশলা মিশিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিন । পানি দেবেন না । তিন বার বাঁশী বাজলে
মাংস তৈরী । হাত ছাড়া চর্বিওয়ালা মাংস ছোট ছোট টুকরো করে নিলে ভাল হয় । যারা আলু পছন্দ
করেন কুকার হলে খুলে আলু দিয়ে আর একবার বাঁশী বাজিয়ে নিন ।
No comments