দই মাংস
উপকরনঃ
** মাংস হাফ কেজি, টক দই হাফ কাপ,
** গোলমরিচ গুঁড়া হাফ চা-চামচ, আদা বাটা হাফ চা-চামচ, জিরা গুঁড়া হাফ চা-চামচ, মরিচ গুঁড়া হাফ চা-চামচ, সরিষা বাটা হাফ চা-চামচ, তেল 2 টেবিল চামচ,
** পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, চিনি স্বাদ অনুযায়ী, লবণ স্বাদ অনুযায়ী ।
প্রস্তুত প্রণালীঃ
পেঁয়াজ তেলে হালকা ভাজতে হবে । মাংসে লেবুর রস ছাড়া বাকি সব উপকরণ মেখে তেলে ছাড়ুন । ঢেকে মৃদু আঁচে রান্না করুন । মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেলের উপরে উঠলে চিনি ও লেবুর রস দিন । মাখা মাখা, ঝোল থাকতে নামান । গরম পরিবেশন করুন ।
No comments